উপায় অ্যাপস রিভিউ এন্ড ফিচারস – upay APPS REVIEW & FEATURES
ইউনাইটেড Commercial Bank লিমিটেড UPAY APP REVIEW (ইউসিবি) এর মোবাইল ব্যাংকিং service upay ডিজিটাল ওয়ালেট। upay এবং Ucash এর সমন্বয়ে নতুন রূপে চালু করা হয় এই ডিজিটাল ওয়ালেট । অত্যাধুনিক ব্লকচেইন এবং ডিভাইস অথিন্টিকেসন এর মত নিরাপওা ফিচার সৃমদ্ব upay এ দিচ্ছে র্সবনিম্ম ক্যাশ আউট চার্জ । upay থেকে এখন প্রতি হাজারে মাএ ১৪ টাকা চার্জে ক্যাশ আউট করা যাবে । upay এ সবচেয়ে বড় সুবিধা হল APPS এবং USSD তে ক্যাশ আউট চার্জ একি সমান. UPAY APPS REVIEW
প্রধান ফিচারঃ সেন্ড মানি: উপায় অ্যাপস থেকে খুব সহজে সেন্ড মানি করা যাবে, এর জন্য কোন চার্জ প্রযোজ্য হবে না। মোবাইল রিচার্জ: উপায় অ্যাপস থেকে প্রিপেইড পোষ্টপেইড উভয় ধরনের রিচার্জ করা যাবে। এর পাশাপাশি অনেকগুলো রিচার্জ অফার থাকছে

Table of Contents
উপায় অ্যাপস বোনাস
উপায় একাউন্ট খুলে ৫০টাকা বোনাস পাওয়ার নিয়ম – Register Upay Account & Get TK 50 Bonus নতুন উপায় একাউন্ট খুলে পাওয়া যাবে ৫০ টাকা বোনাস। উপায় একাউন্ট খুলে ৫০টাকা বোনাস পেতেঃ
- উপায় অ্যাপ ভ্যবহার করে ঘরে বসেই একাউন্ট খুললে ২৫টাকা ইন্সট্যান্ট ক্যাশ রিওয়ার্ড পাওয়া যাবে
- একাউন্ট খোলার প্রথম ৭দিনের মধ্যে প্রথমবার ৫০টাকা বা তার বেশি মোবাইল রিচার্জ করার মাধ্যমে পাওয়া যাবে আরো ২৫টাকা ক্যাশ রিওয়ার্ড।
উপায় একাউন্ট সেন্ড মানি ও ক্যাশ আউট ফি – Upay Account Send Money & Cash Out Fee (Charge)
উপায় একাউন্টে প্রতি হাজারে ক্যাশ আউট ফি ১৪ টাকা পর্যন্ত উঠতে পারে। উপায় একাউন্ট থেকে আপাতত বিনামূল্যে সেন্ড মানি করা যাবে।
উপায় একাউন্ট লিমিট ও ফ্রেকুয়েন্সি – Upay Account Limit & Frequency
প্রতি ট্রান্সজেকশনে লিমিট | দৈনিক ট্রান্সজেকশন. লিমিট | মাসিক ট্রান্সজেকশনে লিমিট | ||||
সর্বনিম্ন | সর্বোচ্চ | কতবার | এমাউন্ট | কতবার | এমাউন্ট | |
ব্যাংক থেকে এড মানি | ৫০ | ৩০,০০০ | ৫ | ৩০,০০০ | ২৫ | ২০০,০০০ |
ক্রেডিট কার্ড থেকে এড মানি | ||||||
এজেন্ট হতে ক্যাশ ইন | ||||||
এজেন্ট হতে ক্যাশ আউট | ৫০ | ২৫,০০০ | ৫ | ২৫,০০০ | ২০ | ১৫০,০০০ |
এটিএম থেকে ক্যাশ আউট | ৫০০ | ২০,০০০ | ৫ | ২৫,০০০ | ২০ | ১৫০,০০০ |
সেন্ড মানি | ১০ | ২৫,০০০ | ৫০ | ২৫,০০০ | ১০০ | ২০০,০০০ |
ব্যাংক একাউন্টে ট্রান্সফার মানি | ||||||
পেমেন্ট | ১ |
লিমিট নেই |
||||
পে বিল |
লিমিট নেই |
|||||
মোবাইল রিচার্জ | ১০ | ১,০০০ | ৫০ | ১০,০০০ | ১,৫০০ | ১০০,০০০ |
ইনওয়ার্ড রেমিট্যান্স | ৫০ | ১২৫,০০০ | ১০ | ১২৫,০০০ | ৫০ | ৪৫০,০০০ |
রিকুয়েস্ট মানি | ১০ | ২৫,০০০ | লিমিট নেই | লিমিট নেই |
সচরাচর জিজ্ঞাসিত কিছু প্রশ্ন
উপায় একাউন্টে ক্যাশ আউট ফি কত টাকা?
উপায় একাউন্টে ক্যাশ আউট ফি এজেন্টের কাছ থেকে প্রতি হাজারে সর্বোচ্চ ১৪ টাকা। এটিএম বুথ থেকে হাজারে ৮ টাকা।
উপায় একাউন্টে সেন্ড মানি ফি কত টাকা?
উপায় একাউন্টে সেন্ড মানি সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে।
উপায় upay অ্যাপস কিভাবে ডাউনলোড করব বা কোথায় পাব ?
উপায় (upay) এ রেজিষ্ট্রেশন কিভাবে করভেন
অ্যাপেল স্টোর এবং গুগল প্লে স্টোর উভয় জায়গাতেই upay অ্যাপস এবং UPAY এজেন্ট অ্যাপস এভেলেবেল পাওয়া যায় । তবে আপনারা চাইলে নিচের ডাউনলোড লিঙ্ক এ ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন।
ডাউনলোড UPAY APPS
Instant Registration
You Can Easily Register For A New Upay Account In Just About A Few Minutes Right From Upayapps. All You Require is Your National ID card and you are ready to go
উপায় ডিজিটাল ওয়ালেট :
- এডমানি
- ক্যাশইন
- মোবাইল রিচার্জ
- সেন্ডমানি
- ক্যাশ আউট
- রিকুয়েষ্ট মানি
- টিকেট ক্রয়
- পে বিল
- ট্রাফিক ফাইন
- মেক পেমেন্ট
সুরক্ষিত মোবাইল ব্যাংকিং উপায় অ্যাপস
সুরক্ষা আমাদের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ন এবং আমরা আপনার অ্যাকাউন্ট টা কে সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আপনাকে সুরক্ষিত এবং সুরক্ষিত বানাতে অগ্রাধিকার দেব । আমাদের আধুনিক ব্লকচেইন ভিত্তিক প্রযুক্তির মাধ্যমে আপনি নিশ্চিত হয়ে থাকতে পারেন যে আপনার সমস্ত লেনদেন অত্যন্ত সুরক্ষিত, । এছাড়াও, আপনাকে আরও বেশি বেশি নিয়ন্ত্রণ দেওয়ার জন্য, আপনি কেবলমাত্র আপনার নিবন্ধিত ডিভাইসের মাধ্যমে আপনার অ্যাপস অ্যাকাউন্টটি অ্যাক্সেস করতে পারেন। সুতরাং, অন্য কোনও মোবাইল ডিভাইস থেকে আপনার অ্যাপস অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে না পারায় আপনার পিন হারিয়ে যাওয়ার বিষয়ে চিন্তা করার কোন দরকার নেই. UPAY APPS REVIEW
upay APPS FEATURES :
Main Features:
- সেন্ড মানি : upay APPS থেকে এখন খুব সহজে সেন্ড মানি করা যাবে, এর জন্য অতিরিক্ত কোন চার্জ প্রযোজ্য হবে না ।
- ক্যাশ আউট : দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ UPAY এ । ইউএসএসডি এবং UPAY অ্যাপস থেকে হাজারে মাত্র 14 টাকা চার্জে ক্যাশ আউট করা যাবে ।
- মেক পেমেন্ট : কেনাকাটা কে আরো সহজ করতে UPAY অ্যাপসে থাকছে মেক পেমেন্ট এর সুযোগ সুবিধা । QR Code স্ক্যান করে বা মোবাইল নম্বরের মাধ্যমে আপনার নিকটস্থ মুদি দোকান, ফার্মেসী, রেস্তোঁরা, খুচরা দোকানের বিল পরিশোধ করা যাবে ।
- ( টিকেট ক্রয় : UPAY অ্যাপস এর মাধ্যমে সহজেই আপনার বাস, লঞ্চ বা এয়ার টিকিট বুক করুন । এছাড়াও, আপনি আপনার প্রিয় হোটেল, চলচ্চিত্রের টিকিট এবং আরও অনেক কিছু বুক করতে পারেন. । )
UPAY APPS REVIEW
- মোবাইল রিচার্জ : UPAY অ্যাপস থেকে ( পোষ্টপেইড ) ( প্রিপেইড ) উভয় ধরনের রিচার্জ করা যাবে । গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক এবং টেলিটক সহ বাংলাদেশের সমস্ত বড় অপারেটের থেকে আপনার মোবাইলে বা অন্য যেকোন নাম্বারে রিচার্জ করুন এবং সেরা রিচার্জ ভিত্তিক ইন্টারনেট, ভয়েস এবং বান্ডেল অফারগুলি কেবল উপয় অ্যাপস এই পেতে পারেন. ।
- পে বিল : UPAY অ্যাপস এর মাধ্যমে ডেসকো, নেসকো, তিতাস, ওয়াসা ইত্যাদির মতো সমস্ত বড় সরবরাহকারীর কোম্পানির বিল PAY করা যাবে, ETC, ক্রেডিট কার্ড এর বিল, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ও পানির বিল, ইন্টারনেট বিল, টেলিফোন ও ডিস ইত্যাদি বিল, প্রদান করা যায় । UPAY APPS REVIEW
- অ্যাড মানি : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড থেকে খুব সহজেই আপনার UPAY ব্যাংক অ্যাকাউন্ট থেকে বা ডেবিট কার্ড / ক্রেডিট কার্ড থেকে টাকা অ্যাড করা যাবে. ।
- ট্রাফিক ফাইন : আমরা যারা বাইক চালায় প্রায়শই এই সমস্যাটির সম্মুখীন হতে হয় । কিভাবে ট্রাফিক ফাইন পরিশোধ করব ? কোন ব্যাংকে এ দিব? এসব ভাবনা চিন্তার দিন শেষ । UPAY অ্যাপস থেকে খুব সহজেই এখন ট্রাফিক ফাইন পরিশোধ করা যায় । UPAY APPS REVIEW
- ইন্ডিয়ান ভিসা : UPAY অ্যাপস থেকে কিউআর কোড স্ক্যান করে অথবা ভিসা সেন্টার থেকে লোকেশন সিলেক্ট করে এখন ইন্ডিয়ান ভিসার প্রেমেন্ট করা যায় ।
- ডোনেশন : UPAY এ থাকছে বিভিন্ন সংস্থায় ডোনেশন এর সুযোগ। বিদ্যানন্দ. এক টাকার আহার থেকে শুরু করে বিভিন্ন দেশের দুর্গত মুসলমানদের সাহায্য করা যাবে UPAY অ্যাপস এর মাধ্যমে ।
- যাকাত ফিতরা পেমেন্ট : UPAY অ্যাপস থেকে খুব সহজেই এখন Fitra, Zakat, পেমেন্ট করা যাবে ।
- ভূমি মন্ত্রণালয় : UPAY অ্যাপস এর মাধ্যমে জমির খাজনা, টেক্স, খারিজের মূল্য সহ ভূমি মন্ত্রণালয়ের সকল পেমেন্ট UPAY অ্যাপস থেকে করা যাবে ।
এছাড়াও UPAY অ্যাপসে এ থাকছে ইসলামিক ফিনান্স, যাকাত ক্যালকুলেটর. স্বাস্থ্য, গেমস, ক্যুইজ স্টপ নিউজ এর মত Features ।
UPAY এর এজেন্ট বা পার্সোনাল এ্যাকাউনট ওপেন করার কাজ করতে পারেন আপনিও
নিজ এলাকায় থেকে কাজ করার সুযোগ | মোবাইল ব্যাংকিং ( নগদ ও বিকাশ এর মতো ) ” উপায় ” (Upay) অ্যাপে একাউন্ট খোলার জন্য সারা বাংলাদেশে ছেলে ও মেয়ে উভয়েই নেওয়া হচ্ছে এবং যার যার ইউনিয়ন ভিওিক কাজ করতে পারবেন এবং আপনার মন মতো জায়গায় কাজ করতে পারবেন তাই বিস্তারিত জানতে কল করেন এই নাম্বারে 01705649566 যারা যারা মোবাইল ব্যাকিং একাউন্ট খোলার কাজ করতে চান, তারাই ইনবক্সে করুন, UPAY একাউন্টের কাজ করতে পারবেন, উপায় ২৪.৭৫ টাকা করে পাবেন প্রতি একাউন্টে এ, UPAY APPS REVIEW
এই ছিল আমাদের উপায় অ্যাপস এর বিস্তারিত রিভিউ, আশা করি আপনাদের ভাল লেগেছে। উপায় বিষয়ে নিত্য নতুন তথ্য, এবং অফার, টিপস-এন্ড-ট্রিকস জানতে আমাদের ব্লগের সাথেই থাকুন । ভালো থাকবেন সবাই, ধন্যবাদ ,। UPAY APPS REVIEW